টাইমস ২৪ ডটনেট, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: প্রাকৃতিক দূর্যোগ করোনা ভাইরাসের সংকট মুহূর্তে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার সকালে দোহারের নয়াবাড়ি এলাকায় ৫০০ শ্রমিক ও কৃষক পরিবারের মাঝে এবং দুপুরেনবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের নয়া রাজপাড়া লক্ষী মন্দির এলাকায় আড়াইশ পরিবারের মাঝে দলের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের দূর্যোগ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় ও হতদরিদ্রদের পাশে থাকতে। নেত্রীর নির্দেশে স্বেচ্ছাসেবকলীগ আজ স্বল্প আয়ের মানুষের পাশে থেকে সহায়তা করছে।
জানা যায়, দলের পক্ষ থেকে নির্মল রঞ্জন গুহ দোহার-নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে ৫ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, লবন, পিয়াজ, আলুসহ খাদ্য সহায়তা দিবেন। গত ছয়দিনে দুই উপজেলায় ৩ হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন সংগঠনটি।