লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
সারা অঙ্গে আমার গহনার বুনন
লাল সবুজের জেনো কারুকাজ
সবুজের বুকে ফসলের দোল
ধন্য যে মোরা বাংলাদেশে জন্মে দেখেছি এ সাজ।
দিগন্ত জোড়া সবুজের ক্ষেত ছাড়িয়ে
পূব আকাশের রক্তিম সূর্য লাল
লাল সবুজে প্রকৃতিকে ধন্য করেছে
এমন দেশেই যেন প্রতিদিন হয় মোর সকাল।
সাত সকালে দূর্বা ঘাসে আটকে ধরে শিশিরবিন্দু
ভাল আছি অনেক ভাল আছি এ দেশে
বাংলা মাটি যে মোর প্রাণের বেদীতে অবিনশ্বর
কোথায় শান্তি পাব এমন কোথায় কোন দেশে।
দেশ মাতা যে মোর মায়ের মতন
আমৃত্যু যে তার মায়া বুকের কোনে নিহিত
মাকে ছেড়ে কি অন্য মায়ের লোভে পরব
মায়ের চেয়ে মাসির দরদ বেশি হবে না, এ কখা যে বড়ই সত্য।