দুর্গা বেরা
শারদীয়া দেবীপক্ষ,
ঢাকে কাঠির বোল।
স্বর্গলোকে তুমি অভয়া,
এখানে, যৌন-শোরগোল।
তোমার জন্য মহালয়া,
আবাহন, জলে তর্পণ,
সাতসকালে মাঝ-জলেতে,
স্বশব্দে মন্ত্র উচ্চারণ।
তুমি নাকি অসুর দলনী!
ত্রিলোক তোমার পা’এ!
“জাগো দশপ্রহরণধারিনী”
কারা যেন গায়?
কোথায় রণ, চন্ডী কোথায়?
কোথায়, বধ হওয়া অসুর!
তোমার অংশ ধর্ষিতা জেনো,
দোষী, অসুর বেকসুর।
আইনসভা, দেখাক আইন —
তাতে কে পায় ভয়?
শ্লীলতাহানি, যৌনহানিতে,
‘হে পুরুষ’, তোমার জয় 👏
প্রিয় মানুষ, আবেগী মন,
যৌবন মাঝ দরিয়ায়-
অন্ধকারেই নিষিদ্ধ প্রেমের,
শুভ মহরৎ হয়।
হালকা দেহ, গাঢ় উপভোগ
যৌন-আসক্তি ফাঁদে
চেয়ে দেখ পিতৃ-গৃহে ,
তোমার অংশ কাঁদে!