মোহাম্মদ রফিক, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: ঢাকায় বৃষ্টিতে অথৈ পানি। অঝোর বর্ষণে রাস্তা-মহল্লা পানিতে ডুবে খারাপ অবস্থা তৈরি হয় রাজধানী ঢাকার। টানা দু’দিনের বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব জলাবদ্ধতায় ভাসছে ময়লা-আবর্জনা। ঢাকার প্রধান প্রধান সড়কের কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি জমতে দেখা গেছে। কর্মমুখী মানুষ ময়লা-আবর্জনাপূর্ণ পানি মাড়িয়ে ছুটেছেন নিজ নিজ গন্তব্যে। সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েন কর্মমুখী মানুষ। সোমবার দিনভর বৃষ্টি হওয়ায় অনেক এলাকায় যানবাহন চলাচলও ছিল সীমিত।
রাজধানীর কাওরান বাজার, দয়াগঞ্জ, পুরাতন ঢাকার বকশীবাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, রামপুরা, বাড্ডা, শান্তিনগর, মালিবাগ, নয়াপল্টন, পুরান ঢাকার বঙ্গবাজার, সিদ্দিকবাজার মোড়, নাজিরা বাজার, নাজিম উদ্দিন রোড, ধানমণ্ডি ২৭, সায়দাবাদে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব স্থানে পানি জমে থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধতার কারণে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে। এতে জনদুর্ভোগ চরমে ওঠে।