শামীম চৌধুরী, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গাজিপুর জেলার টঙ্গীতে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহ আলম (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, ভুয়া নিয়োগপত্র ও একাধিক ব্যক্তির সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটক ব্যক্তি নিজেকে ভুয়া পরিচয় দিতো। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মুলবাড়ি গ্রামের আব্দুল বারি তরফদারের ছেলে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক শাহ আলম নিজেকে এক বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জেলা থেকে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসারের সাথে কথা বললে প্রতিবেদক কে জানায়, আসামির বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের হয়নি। বিলম্বের কারন জানতে চাইলে বলেন, আসামিকে যে এসআই গ্রেফতার করেছিলেন উনি বাহিরে ডিউটিতে ব্যস্ত আছেন।