টাইমস ২৪ ডটনেট: জাপানে করোনার পরীক্ষামূলক প্রতিষেধক জুলাইয়ে মানবদেহে প্রয়োগ করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গবেষণাকারী জাপানি প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যাল দাবি করেছে, আগামী জুলাইয়ের মধ্যে তাদের তৈরি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হবে। বিশ্বে গত চার মাস ধরে শতাধিক গবেষক দল করোনার টিকা আবিষ্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগও হয়েছে মার্কিন ও ব্রিটিশ গবেষক দলের টিকা। খবর আলজাজিরার।
কিন্তু এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি কেউ। জাপানি এ গবেষক দলের দাবি– তাদের এ প্রতিষেধকটি তৈরি হচ্ছে করোনা থেকে মুক্তি পাওয়া মানুষের রক্তের এন্টিবডির ওপর ভিত্তি করে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, কয়েক মাস ধরে এটি কয়েকশ রোগীর দেহে প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে।
তাকেদার প্লাজমা থেরাপি ইউটিটের প্রধান জুলি কিম বুধবার জানান, যদি তাদের মানবদেহে প্রয়োগের পরীক্ষার ফল ভালো আসে, তা হলে বাজারজাত করার জন্য তারা এ বছরই মার্কিন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করবে।
তবে কবে থেকে এ পরীক্ষা শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
সূত্র: যুগান্তর।