টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে প্রায় তিন লাখ টাকা। ডাকাত সদস্যদের অস্ত্রের আঘাতে আহত হয়েছে চার গরু ব্যবসায়ী।
আলমডাঙ্গা থানার ওসি আশিকুর রহমান জানান, ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।