ইউনুস আলী, টাইমস ২৪ ডটনেট, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজলার দুর্গাপুর ইউনিয়ন গাড়াই মুন্সিপাড়া গ্রাম পারিবারিক কলহর জর সিদ্দিকুর রহমান নাম এক যুবকক পিটিয় হত্যা করছে প্রতিবশিরা। ঘটনার প্রতিবাদ রাববার সকাল ইউনিয়নর যতিনর হাট বাজার প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করছ স্বজনসহ এলাকাবাসী।
ঘটাব্যাপী মানববন্ধন বক্তব্য রাখন নিহতর ভাই ফরদস রহমান, চাচা দবির উদ্দিন, শ্যালক আসাদুল ইসলাম ও হুমায়ুন কবির।
উল্লখ্য, জমিত গরুর বাছুরর ধান খাওয়াক কদ্র কর প্রতিবশি আইনুলের পরিবার বাছুরটিক ইট দিয় আঘাত করাসহ সিদ্দিকুরর পরিবারর লাকজনক গালাগাল কর। এনিয় বহস্পতিবার (২৮ ম) সন্ধ্যায় দু’পক্ষর ডাকা সালিশ বঠক ভস্ত যায়। পর ওইদিন রাত সাড় ৯টার দিক টিনর চাল আম পড়াক কদ্র কর দু’পক্ষ প্রথম কথা কাটাকাটি হয়। পর উত্তজিত আইনুলর পরিবারর লাকজন সিদ্দিকুরর পরিবারর উপর দশীয় অস্শস্ত্র নিয় হামলা চালায়। এসময় সিদ্দিকুরসহ পরিবারর ৫জন আহত হয়। কুড়িগ্রাম জনারল হাসপাতাল নয়ার পথ ওইদিন রাতই মারা যায় সিদ্দিকুর। এছাড়াও গুরুতর আহত মামা মতিয়ার রহমান মন্ডল রংপুর মডিকল কলজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।