টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশের রাঙ্গামাটির কাপ্তাই লেকে একটি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবিতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাঙ্গামাটির ডিসির বাংলো এলাকায় কাপ্তাই লেকে বেশ কয়েকজন পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায় বলে জানান পুলিশ সুপার ছুফিউল্লাহ। তিনি বলেন, শুক্রবার সকালে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলংয়ের ঝরনা দেখতে যাচ্ছিলেন একদল পর্যটক। পথে ডিসি বাংলো এলাকায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা। ওই তিনজন নিহত চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানান তিনি।