টাইমস ২৪ ডটনেট, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৬ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জন।
এছাড়া নতুন করে ১৯১ জনসহ মোট ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন পুরুষ ও দুজন নারী। এছাড়া এই সময়ের মধ্যে ১৯১ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।