সহিদুল ইসলাম রেজা, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: সরকারবিরোধী বিক্ষোভকারীদের দেয়া আগুনে পুড়ছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে অবস্থিত ইরানি দূতাবাস। এ ঘটনায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩৫ জন। হামলার সময় দূতাবাসের কর্মীরা পিছন দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যায়। আল জাজিরা প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার এ ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় কারফিউ জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনা ইরাকি বিক্ষোভকারীদের ইরানবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ।
কর্মসংস্থানের অভাব, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানসহ আঞ্চলিক কয়েকটি দেশের প্রভাব নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এ বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে প্রায় সাড়ে তিনশ মানুষ নিহত হয়েছে।