টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের তাজি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। রয়টার্স জানিয়েছে, সেনা সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে ঘাঁটিটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। চলতি বছরের প্রথমদিকে ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তারপর থেকে যুক্তরাষ্ট্র ও জোটের অন্যান্য অংশীদাররা ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে ইরাক থেকে এসব সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। এর কয়েকদিনের মধ্যেই সেনা প্রত্যাহার শুরু হল বলে রয়টার্স জানিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৭ কিলোমিটার উত্তরে গ্রামীণ এলাকায় অবস্থিত তাজি ঘাঁটি ইরাকে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ব্যবহার করে আসছিল। বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজারের মতো সেনা মোতায়েন আছে আর জোটের অপর অংশীদারদের সেনা আছে আড়াই হাজারের মতো।
সূত্র: যুগান্তর।