টাইমস ২৪ ডটনেট, ঢাকা: মাসুদ রানা (জিয়া) তিনি দীর্ঘ ১৫ বছর যাবত ফটো সাংবাদিক হিসেবে কর্মরত হয়ে কাজ করেছেন দৈনিক অগ্নি শিখা পত্রিকায় পরে পদোন্নতি হয়ে অগ্নি শিখা পত্রিকার সহকারী সম্পাদক পদে ভুষিত হন তিনি। এর মাঝেও কাজ করেছেন দেশের জন প্রিয় দৈনিক রুপবানী পত্রিকায়, সাপ্তাহিক সাদাকালো পত্রিকা, সাপ্তাহিক দিগন্তধারা এবং অনলাইন নিউজ নিউজ পোর্ট টাইমস ২৪.নেট সহ বিভিন্ন পত্রিকায়। কাজের দক্ষতায় পেয়েছেন একাধিক সম্মাননা পুরুস্কার। বর্তমানে তিনি একটি অনলাইন “চ্যানেল মুস্কান” টিভির চেয়ারম্যান। তিনি প্রকাশক ও সহকারী সম্পাদক হলেও দিন রাত সংবাদ সংগ্রহের কাজে রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ কওে যাচ্ছেন। এই করোনা দুর্যোগেও থেমে নেই, সহরের অলিগলি ঘুরে বেরিয়েছে কোথায়ও অনিয়ম দুর্নীতি দেখলেই তা ক্যামেরা দ্বারা বন্দী করেই মুহুর্তের মধ্যেই দেশবাসীকে সজাগ করে দেয়ন। মিরপুরে বসবাসরত সকল সাংবাদিকদের কাছে তিনি দোয়া প্রার্থী।