লেখক : মো: জাহাঙ্গীর হোসেন (সাবেক সেনা কর্মকর্তা)
ফুলে, ফুলে, নুয়েছে গাছ
পত্র পল্লবে
পেয়েছে সাজ।
গন্ধ, পল্লব , সুভাস সবই
দিয়েছে ঢেলে
চায়নি কিছুই।
কেউ নিয়েছে ফুল
কেউবা পত্র পল্লব
নিয়ে, হয়েছে আকুল।
পেয়েছি ব্যাথা
যায়নি এতো বৃথা
বৃক্ষ হারিয়েছি
পেয়েছেতো যথাতথা।
প্রাপ্তি, প্রদান, এই যে কর্ম
যুগে, যুগে, আজ হয়েছে ধর্ম।
কেউ দিয়ে সুখী
কেউ আবার পেয়ে সুখী।
সুখ, অসুখের এই দুনিয়ায়
আদান, প্রদানই কেবল চিরায়িত হয়।